২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার || ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

 

এমবাপ্পের জোড়া গোলে পোলিশদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হলো ফ্রান্স।

রোববার কাতারের আল থুম্বা স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে ফ্রান্সের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। দলের জয়ে অন্য গোলটি করেন অলিভিয়ে জিরু।

খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ফ্রান্স। ম্যাচের ৪৪ মিনিটে জিরুর গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাবেক চ্যাম্পিয়নরা।

প্রথমার্ধের বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক হয়ে খেলে ফ্রান্স। খেলার ৭০ এবং অতিরিক্ত যোগ হওয়া প্রথম মিনিটে এমবাপ্পে পরপর দুটি গোল করেন। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় সাবেক চ্যাম্পিয়নরা।

খেলার অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়ে লেভানডভস্কির গোলে পরাজয়ের (৩-১) ব্যবধান কিছুটা কমায় পোল্যান্ড।